ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি অংশ হিসেবে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সোনারগাঁ সরকারি কলেজ ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে ইসরায়েলি পন্য বয়কট করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া'র নেতৃত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ তিনি বলেন, "গনহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ শিশু নারী ও বৃদ্ধ শাহাদাত বরণ করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই"।
মিছিল পূর্ব অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুল বলেন, "পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলতে মানবতা বিরোধী আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই"।
এসময় সোনারগাঁ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীদের কে নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখার সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম ও সেক্রেটারি প্রার্থী ভুবন মিয়া। মিছিলটি ক্যাম্পাস থেকে মোগরাপাড়া বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।