Friday 9 May 2025

পূর্ব শত্রুতায় ব্যবসায়ীকে কুপিয়ে যখম

প্রতিদিনের সোনারগাঁ
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ | এপ্রিল ১৪, ২০২৫ Last Updated 2025-04-14T15:39:10Z


প্রতিদিনের সোনারগাঁও:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে আবু হানিফ (৩৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্যেশে কুপিয়ে যখম করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে  মোঃ মাসুদ (২৫) ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। 

গত শনিবার (১২ এপ্রিল) সন্ধায় উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ বউ বাজার থেকে বাসায় ফেরার সময় পথরোধ করে কুপিয়ে যখন করে সন্ত্রাসীদল। এ ঘটনায় মোঃ মাসুদ (২৫), শাহীন (২৭), তুহিন (২৪), বিল্লাল হোসেনসহ অজ্ঞতা পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছে আহত হানিফের ভাই মোঃ শাহ পরান।


অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত শনিবার সন্ধায়  আবু হানিফের বাড়ীতে আসা মেহমানকে গোপের বাগ (বউ বাজার) স্ট্যান্ডে বিদায় করে নিজ বাড়িতে ফেরার পথে বউ বাজার ইসমাইলের বাড়ির সামনে পথরোধ করে মাসুদ ও তার সন্ত্রাসীরা ধারালো চাপাতি, লোহার রড, এসএস পাইপ, বাশের লাঠি সহ দেশিয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশে কুপিয়ে আহত করে,  নগদ ২৫০০টাকা এবং গলায় থাকা ০৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে   নিয়ে যায়। 


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • পূর্ব শত্রুতায় ব্যবসায়ীকে কুপিয়ে যখম

জনপ্রিয়