পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নারীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী ওমর ফারুক বলেন, গোলাকান্দাইল ইউনিয়ন নতুন বাজার এলাকার মাহফুজুর রহমানের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাহফুজুর রহমান, সুমন, আবু সাঈদ, মঞ্জুর মোল্লা, রকি, আইয়ুব আলীসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ও বসতবাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা দোকানে থাকা নগদ টাকা ও মালামাল, বসতঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে আসলে প্রথমে আমাকে, আমার স্ত্রী রোকসানা, বড় ভাই হানিফ, ভাইয়ের স্ত্রী দীপাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।