সোনারগাঁয়ে ঈদ সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক কামাল হোসেন

প্রতিদিনের সোনারগাঁ
রবিবার, ৩০ মার্চ, ২০২৫ | মার্চ ৩০, ২০২৫ Last Updated 2025-03-30T16:41:45Z


সুমন মিয়া

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেনের পক্ষ থেকে সাড়ে ৩শত  পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  


রবিবার (৩০ মার্চ) দুপুরে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে হাজী মোঃ ফজলুল হক মেম্বারের বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করেন মোঃ কামাল হোসেন ।


বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সমাজসেবক আবুল বাদশা,সাজিত কামাল ইফতি ,ইসায়াত,সালাম, সজিব প্রমুখ ৷

 

ঈদ সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল, তৈল,সেমাই, চিনি,দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।


মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক কামাল হোসেন।


কামাল হোসেন বলেন,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।ঈদ উপলক্ষে গরিব-অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে ঈদ সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক কামাল হোসেন

জনপ্রিয়