পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ছেন বিএনপির যুগ্ম সম্পাদক মো: আব্দুর রউফ

প্রতিদিনের সোনারগাঁ
বুধবার, ২৬ মার্চ, ২০২৫ | মার্চ ২৬, ২০২৫ Last Updated 2025-03-27T12:30:49Z



প্রতিদিনের সোনারগাঁও:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ।


তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।পরিশেষে সোনারগাঁ সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ছেন বিএনপির যুগ্ম সম্পাদক মো: আব্দুর রউফ

জনপ্রিয়