নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক শহীদ সরকারের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২৩ মার্চ) দুপুর ১২ টায় সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস কার্যালয়ের নিচ তলায় সনদ স্থগিতাদেশের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন শহীদ সরকার।
শহীদ সরকারের লিখিত বক্তব্য, সোনারগাঁ পৌর আ'লীগের ভারপ্রাপ্তসভাপতি গাজী আমজাদের ভাই উপজেলা যুবলীগ নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী ও দলিল লিখক গাজীকামাল'কে চাঁদা না দেয়ায় তার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীতভাবে তার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা সাব রেজিষ্ট্রার অফিস থেকে একটি তদন্ত টিম পাঠানো হয়। তদন্তে তারা অভিযোগের সত্যতা পায়নি।
তিনি আরও জানান, যেহেতু তিনি বিএনপির দল করে এবং উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সেজন্যই উদ্দেশ্য প্রণীতভাবেবিএনপি'কে বিতর্কিত করতে আ'লীগ নেতাদের চক্রান্তের স্বীকার। তারা আ'লীগের ক্ষমতার অপব্যবহার করে বিগত বছর একাধিকবার কারাবন্দী করেছিলো। এসময় তিনি সঠিক তদন্তের মাধ্যমে সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করে পূনরায় বহাল রাখার দাবী জানান। সংবাদ সম্মেলনে অভিযোগকারী গাজী কামাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসামী হওয়ার পাশাপাশি বিভিন্নঅপরাধমূলক কর্ম কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেন শহীদ সরকার।
অভিযোগকারী যুবলীগ হোসেন জানান, শহীদ নেতা সরকার গাজী কামাল গত চার বছর দলিল লিখক সমিতির টাকা আত্মসাত করেছে। এছাড়াও নকল নবিশদের কাছ থেকে প্রতি দলিলে ১শ টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়। এবিষয়গুলো তুলে ধরে তিনি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, শহীদ সরকারকে সাময়িকভাবে দলিল লেখার কার্যক্রম থেকে বিরত রাখার পাশাপাশি আরও ৫ জনকে এই অফিস থেকে বদলি করা হয়েছিল।