সোনারগাঁয়ে জোড়পূর্বক বসতবাড়ি দখল, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিদিনের সোনারগাঁ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ | মার্চ ০৬, ২০২৫ Last Updated 2025-03-06T12:47:05Z


প্রতিদিনের সোনারগাঁও:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেয়া হলেও বৃহস্পতিবার(৬ই মার্চ) ছকির হোসেন ও আবু-বক্করের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুট করে নিয়ে যায়। 


এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) বাদী হয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার আনন্দ বাজারের দাউদেরগাঁ গ্রামে তার পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ি করে ভোগ-দখল করে আসছিলেন৷ ৫ ই আগষ্টের পর একই এলাকার ছকির ও আবুবক্কর অবৈধভাবে জোড়পূর্বক তাদের বসতবাড়ির সম্পত্তি দখলের পায়তারায় লিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপরোক্ত অভিযুক্তদের নেতৃত্বে স্থানীয় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল তাদের উচ্ছেদের জন্য বাড়িঘরে হামলা চালায়৷ এতে ৩ টি বসতঘর ভাংচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং তাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। 


সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশনায় তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছি। ভাংচুর ও লুটপাটের ঘটনা সত্যি। সন্ধার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলেন। ওসির আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে জোড়পূর্বক বসতবাড়ি দখল, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

জনপ্রিয়