একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের নেতৃত্বে উপজেলা যুবদলের শত শত নেতাকর্মীরা পৌরসভার আমিনপুর থেকে বিশাল র্যালি করে শেষে সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ পৌরসভা আমিন পুর এলাকা থেকে বিশাল র্যালি বের করে যুবদলের নেতাকর্মীরা উপজেলা চত্বরে শহীদ দেবিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।
শ্রদ্ধা নিবেদন কালে নেতারা বিভিন্ন স্লোগান দেন।৷ এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ন আহবায়ক আশরাফ প্রধান, যুগ্ন আহবায়ক আশরাফ মোল্লা, সদস্য সচিব আপেল আহমেদ, সাবেক যুগ্ন আহবায়ক যুবদল নেতা মামুনুর রশীদ পাপ্পু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ মিঠু, বাবুল হোসেন বিজয়, দেলোয়ার হোসেন দুলু, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, হারুনুর রশিদ, রাসেল আহমেদ, কামাল হোসেন, প্রমুখ।