আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া গ্রেফতার

প্রতিদিনের সোনারগাঁ
রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ | ডিসেম্বর ০৮, ২০২৪ Last Updated 2024-12-09T06:52:28Z


প্রতিদিনের সোনারগাঁও:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।


রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ২৯৫ নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। 

 

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান,সোনারগাঁ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া গ্রেফতার

জনপ্রিয়