মিতু আহমেদ-নারায়ণগঞ্জ:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির ডাকা সমাবেশে তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে সমাবেশে অংশগ্রহণ করেছেন।
রোববার (১১ নভেম্বর) দুপুর তিনটায় নয়াপুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
দুপুর ৩টার দিকে সাদীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশগ্রহণ করেন।