ইসকন নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

প্রতিদিনের সোনারগাঁ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ | নভেম্বর ২৯, ২০২৪ Last Updated 2024-11-29T13:37:16Z


প্রতিদিনের সোনারগাঁও:

ইসকন নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজে পরে সংগ্রামী ইমাম ওলামা ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।  


মিছিলটি উপজেলার হাবিবপুর ঈদগা মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা কাঁচাবাজার মোড়ে এসে শেষ হয়।


এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন - ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহাউদ্দীন খাঁন।  


তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দশটি দেশে যেহেতু ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের বাংলাদেশেও তাদের নিষিদ্ধ করা লাগবে। যদি এর বাহিরে কোনো চক্রান্ত করা হয় তাহলে ওলামারা সেটা সহ্য করবে না। যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে ইসকনের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে প্রস্তুত।


এসময় উক্ত বিক্ষোভে অংশ নেন ইমাম ওলামা ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা মুফতি সাঈদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামাল হোসাইন, সহ-সভাপতি মাওলানা আব্দুদ দাওয়ান, মুফতি রহুল আমিন কাসেমী, আব্দুল  আওয়াল,মুফতী সিদ্দিকুর রহমান, মাওলানা মোহাম্মদ উল্লাহসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ইসকন নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

জনপ্রিয়