প্রতিদিনের সোনারগাঁও: আইকন ইন্টারন্যাশনাল স্কুল থেকে "এসকা" "(সোনারগাঁও কিন্ডারগার্টেন এসোসিয়েশন) এর আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মানী প্রদান করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়ার আমতলা এলাকায় আইকন ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে এ সনদ ও সম্মানি দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রাহিম জানান, ছোট ছোট সোনামনিদের লুকায়িত মেধাকে বিকশিত করার লক্ষ্যে "এসকা" গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর এসকাভুক্ত স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহনে মেধা বৃত্তি নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে আইকন ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩১ জন বৃত্তি পায়। একত্রিশ জনের মধ্যে ২০ জন প্রথম সারিতে আর ১১ জন টেলেন্টপুলে বৃত্তি পায়।
আগামী ২৩ নভেম্বর থেকে এসকাভুক্ত স্কুলগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহনে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।