”পিস্তল তো আগে দেখাইছি, এখন কি গুলি দেখতে চান” রূপগঞ্জে সেচ্ছসেবক লীগ সভাপতি

প্রতিদিনের সোনারগাঁ
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ | অক্টোবর ২৯, ২০২৪ Last Updated 2024-10-29T11:55:18Z

 


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ”পিস্তল তো আগেই দেখাইছি, এখন কি গুলি দেখতে চান” নারায়ণগঞ্জের রূপগঞ্জে এভাবেই প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মী করে উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ও তার সন্ত্রাসীরা আরজুমান্দ বানু নামে এক নারীর জমি দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরজুমান্দ বানু বাঁধা প্রদান করলে তাকে ন্ত্রাসীরা গুলি করে হত্যার পর লাশ গুম করার হুমকি প্রদান করে। উপজেলার কেয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আরজুমান্দ বানু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। 

আরজুমান্দ বানু জানান, তিনি উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কেয়ারিয়া মৌজায় তার মোট ৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। ৫ শতাংশ জমির মাঝে ৪ শতাংশ জমিতে আরজুমান্দ বানু বাড়ি নির্মাণ করেন বাকী এক শতাংশ জমি খালি রাখেন। স্থানীয় সন্ত্রাসী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতিু ইমন হাসান খোকন, কাইয়ুম ও জুলহাসসহ ৪/৫ জন মিলে খালি রাখা ১ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ১ লা অক্টোবর সন্ত্রাসী কাইয়ুম ও জুলহাসসহ ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরজুমান্দ বানুর জমিটি দখলের চেষ্টা চালায়। এসময় আরজুমান্দ বানু বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে বলে ”পিস্তল তো আগেই দেখাইছি, এখন কি গুলি দেখতে চান” বলে গুলি করে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি ধামকি দিয়ে জমিটি দখলে নিয়ে নেয়। বর্তমানে সন্ত্রাসীরা জমিটি দখলে নিয়ে নির্মাণ কাজ চালাচ্ছে। 

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ইমন হাসান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।  

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ”পিস্তল তো আগে দেখাইছি, এখন কি গুলি দেখতে চান” রূপগঞ্জে সেচ্ছসেবক লীগ সভাপতি

জনপ্রিয়