সোনারগাঁয়ে প্রাইভেটকার চালকে হত্যা,গ্রেফতার-৩

প্রতিদিনের সোনারগাঁ
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ | অক্টোবর ২৮, ২০২৪ Last Updated 2024-10-28T09:37:22Z


প্রতিদিনের সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 


তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রবিবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ছিনতাইকারী কামরুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা ভূমি ও জরিপ অধিদপ্তর, পুরাতন বিল্ডিং এর সচিবদের গাড়ী পার্কিং এর গ্যারেজ থেকে প্রাইভেটকার গাড়ী নং- ঢাকা-মেট্রো-প-২৫-৪৭৭১ উদ্ধার করে জব্দ করা হয়।


ছিনতাইকারী মোঃ কামরুল (২৩) বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে এবং ওমর হোসেন ওরফে বাবু গজারিয়া উপজেলার পুরাচক বাউশিয়ার মনির হোসেনের ছেলে,অপর আসামি মুজাহিদুল ইসলাম কাউছার বেগমগঞ্জ উপজেলার মধুপুর এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।


সোমবার বেলা ১২ টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী।


তিনি বলেন, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে প্রাইভেটকার চালকে হত্যা,গ্রেফতার-৩

জনপ্রিয়