রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, স্থানীয় রাজনৈতিক যোগসাজশ এবং বিভিন্ন প্রভাব বিস্তার করে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের জমি এবং মুক্তিযোদ্ধা মার্কেট দখল করার পায়তারা করছে ভূমি দস্যু আব্দুল মতিন। স্কুলের এই মার্কেট দখল মুক্ত করার জন্য প্রাথমিকভাবে আমরা এই প্রতিবাদ করেছি, প্রয়োজনে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব।
মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল হক বলেন, স্কুলের অর্থ দিয়ে মুক্তিযোদ্ধা মার্কেট করা হয়েছে। মার্কেটে গত বৃহস্পতিবার জোরকরে ভূমি দস্যু আব্দুল মতিন একটি সাইনবোর্ড লাগিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্কুলের উন্নয়ন এর জন্য মুক্তিযোদ্ধা মার্কেট দখলমুক্ত করার জন্য ভূমি দস্যুদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি। মুক্তিযোদ্ধা মার্কেট দখলমুক্ত করার জন্য প্রয়োজনে আমরা কঠোর অবস্থা কর্মসূচি পালন করব।
এ বিষয়ে আব্দুল মতিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমি এই জমি ক্রয় সূত্রে মালিক। আমাকে হেয় করার জন্য একটি কুচক্রীমহল স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করিয়েছে। আমি এই কুচক্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।